‘চিকিৎসকদের ভূমিকায় হাসপাতাল সমালোচিত হচ্ছে’ ইন্টার্ন চিকিৎসকদের শপথ অনুষ্ঠানে মেয়র

এসব অভিযোগ থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখা উচিত, একজন রোগীর কাছে চিকিৎসকরাই একমাত্র ভরসা। অনেক ক্ষেত্রে রোগী বা রোগীর স্বজনদের অযাচিত আচরণে বিব্রত হন চিকিৎসকরা।  আজ চমেক হাসপাতালের উদ্যোগে কনফারেন্স হলে অনুষ্ঠিত ৫৫তম ব্যাচ ইন্টার্নি চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে চিকিৎসকদেরকে শপথ বাক্য পাঠ করান চমেক হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল জালাল উদ্দিন।

ডা. আবুল হোসেন ভূঁইয়া শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চমেক অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডা. অশোক কুমার দত্ত, ডা. নূর হোসেন ভূঁইয়া শাহীন প্রমুখ।

সিটি মেয়র ইন্টার্নি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি জেনেছি আপনারা এই প্রতিষ্ঠানের বেস্ট ব্যাচ অর্জনের স্বীকৃতি পেয়েছেন। আপনাদেরকে সেবা, মানসিকতা, উদারতা, ধৈর্য্য সব মাপকাঠিতেই বেস্ট হতে হবে। পুরোনো সব অচলায়তন আর আলোচনা-সমালোচনা পিছনে ফেলে নতুন দিনের সূচনার ভার আজ থেকে আপনাদেরই হাতে। আপনাদের হাতেই অর্পিত হয়েছে এই গুরু দায়িত্ব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.