চালের বাজার ঠিক রাখতে সীমিত পরিসরে আমদানী : কৃষিমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বন্যার কারণে আমন উৎপাদন যদি আশঙ্কাজনক হারে কম হয় তাহলে চালের বাজার ঠিক রাখতে সীমিত পরিসরে চাল আমদানী করতে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব খাদ্য দিবস ২০২০ ও কৃষির সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন কৃষিমন্ত্রী।

এসময় তিনি বলেন: বর্তমানে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ধান উৎপাদনে ৩য় স্থানে এসেছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র সরকারের কৃষি বিভাগের তথ্য উদ্ধৃত করে এ তথ্য জানান ড. আব্দুর রাজ্জাক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.