চালু হতে চলেছে লোকাল ট্রেন, রাজ্যকে চিঠি কেন্দ্রের

(চালু হতে চলেছে লোকাল ট্রেন, রাজ্যকে চিঠি কেন্দ্রের)
কলকাতা প্রতিনিধি: সবই তো চলছে, লোকাল ট্রেন কেন নয়? এমনটাই বলছিলেন বিক্ষুব্ধরা। এবার হয়তো তাঁদের ইচ্ছেতেই শিলমোহর পড়ছে। লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র।
ওই চিঠিতে রাজ্যকে জানানো হয়েছে, লোকাল ট্রেন চালু করতে কেন্দ্রের কোনও অসুবিধে নেই। চাই রাজ্যের সবুজ সঙ্কেত।
 কিন্তু ট্রেন ট্র্যাকে নামার আগে চাই রণকৌশল। কোভিড আবহে শক্ত বিধিনিষেধ ছাড়া লোকাল ট্রেনে ভিড় জমালে হিতে বিপরীত হতে পারে। তাই রাজ্য সরকারের সঙ্গে দ্রুত আলোচনা চায় কেন্দ্র।
আরপিএফও এদিন একটি নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে ট্রেনে চড়ার সময় কী কী করণীয়। সেই নির্দেশ লঙ্ঘনে জেল জরিমানার সম্ভাবনাও রয়েছে।
করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে বন্ধ রেলওয়ে পরিষেবা। মে মাসে প্রথম কেন্দ্র পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালায়। তারপর সাধারণ মানুষের জন্য ধাপে ধাপে পথে নামে কিছু বিশেষ ট্রেন।
কিন্তু লোকাল ট্রেন নিয়ে রাজ্য-কেন্দ্র কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। বাড়তে থাকে বিক্ষোভ। সোনাপুর,পাণ্ডুয়া, হুগলি-সহ নানা জায়গায় লোকাল ট্রেনের দাবিতে বিক্ষোভ সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় আরপিএফ-কে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.