চার হাজার কিলোমিটার ট্রেন ভ্রমণ শেষে উত্তর কোরিয়ার নেতা কিম ভিয়েতনামে

বিটিসি আন্তর্জাতিক ডেস্কউত্তর কোরিয়ার নেতা কিম জং উন ট্রেনে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ মঙ্গলবার সকালে ভিয়েতনামের ডং ড্যাং স্টেশনে পৌঁছেছেন। সেখানেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। দ্বিতীয় দফায় এই দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। তাঁদের মধ্যে গত বছর সিঙ্গাপুরে হয়েছিল প্রথম দফা বৈঠক।

সেখানে সেরেমোনিয়াল গার্ড ও পতাকা পরিহিত জনতা তাঁকে লাল-গালিচা শুভেচ্ছা জানান। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি গাড়িতে করে রাজধানী হেনয়ে পৌঁছান তিনি। সেখানে বিপুল সংখ্যক পতাকা পরিহিত জনতা কিমের জন্য অপেক্ষা করছিল।

ডং ড্যাং এর একজন নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে জানান, কিমের নিজস্ব ক্যামেরাম্যান ও নিরাপত্তা বাহিনী ট্রেন থেকে গাড়িতে নিয়ে যায়। কালো পোশাক পরা ব্যক্তিগত নিরাপত্তা এ সময় তার সঙ্গে ছিল। কিমের সঙ্গে আছেন তাঁর বোন কিম উ-জং এবং তার প্রধান আলোচক সাবেক জেনারেল কিম উং-চল। ট্রাম্পের সঙ্গে আগের বৈঠকেও তারা দুজন ছিলেন।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে চীন হয়ে ভিয়েতনাম পর্যন্ত চার হাজার কিলোমিটার পথ তিনি দুদিনে পাড়ি দিয়েছেন। তার যাত্রাকালে পুরো পথে ট্রেন চলাচল ও স্টেশনগুলো বন্ধ ছিল। ডং ড্যাং স্টেশনও কিমের আগমনের পূর্বে বন্ধ করে দেয়া হয়। এখন রাজধানী হেনয় পর্যন্ত ১৭০ কিলোমিটার পথ তাকে গাড়িতে যেতে হবে।

ট্রেনে এতো দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভিয়েতনাম যাওয়াটা ছিল সত্যি আশ্চর্যের। কিমের দাদা ও উত্তর কোরিয়ার প্রথম নেতা কিম দ্বিতীয়-সাং ভিয়েতনাম বা পূর্ব ইউরোপ ভ্রমণে ট্রেনে যেতেন। সেই স্মৃতিকে জাগ্রত রাখতেই এই সফর।

কিমের ব্যক্তিগত ট্রেনটি সবুজ-হলুদ রঙের। যেখানে ২১টি বুলেটপ্রুফ ও বিলাসবহুল বগি রয়েছে। তাই দীর্ঘ এই ভ্রমণ তাঁর জন্য অস্বস্তিকর হয়নি।

বৈঠকের জন্য আজ মঙ্গলবার বিকেলের দিকে ভিয়েতনাম যাওয়ার কথা ছিল ট্রাম্পের। এরপর দুজনের মধ্যে বৈঠকের সময়সীমা প্রকাশ করা হবে। আগামী বুধবার বিকেলে ট্রাম্প ও কিমের মধ্যে একান্ত বৈঠক হবে। এরপর উপদেষ্টাদেরসহ তারা একত্রে নৈশভোজে মিলিত হবেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.