চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ শামীম আহমেদ (২০), নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বুধবার (৭ জুন) বিকাল সাড়ে ৩টায় চারঘাট থানাধীন সিসাতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ শামীম আহমেদ, রাজশাহীর পুঠিয়া থানার তারাপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।
বুধবার রাতে র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বুধবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, চারঘাট থানাধীন সিসাতলা এলাকা হতে বানেশ্বরের উদ্দেশ্যে ১টি ব্যাটারী চালিত ভ্যানগাড়ি যোগে জনৈক মাদক কারবারি যাত্রীবেশে আমের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় ফেনসিডিল নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন সলুয়া ইউনিয়নের সিসাতলা বাজারে অভিযান চালিয়ে তাকে ১৮২ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদকারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো.মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.