নিজস্ব প্রতিবেদক:রাজশাহী জেলার চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মমভাবে খুন হন লালন মিয়া (৩৫)। তিনি গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে ইউসুফপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন।
এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের মোঃ উজ্জল হোসেন (৪৩) ও মোঃ সোহাগ আলী (২৯) পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হামলা চালায়। সোহাগ পেছন থেকে লালনকে জাপটে ধরলে, উজ্জল ধারালো ছুরি দিয়ে তার পেটে ও গলায় আঘাত করে। গুরুতর আহত লালন বাড়ির সামনে এসে পড়ে যান। পরে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং ২৮ সেপ্টেম্বর রাত ১০:৪০ ঘটিকায় গোদাগাড়ীর বংপুর মোমিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামি মোঃ সোহাগ আলীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ ও র্যাব জানায়, পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.