BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল, ম্যাগাজিন-গুলিসহ আটক-২

চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল, ম্যাগাজিন-গুলিসহ আটক-২

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেনের ছেলে মো. চিশতী (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তারা।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিরা অস্ত্রগুলো কোথা থেকে এনেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার ৯০ তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ রাজশাহীতে ব্যতিক্রমী রোদ পোহানো উৎসব অনুষ্ঠিত আলেম-ওলামারা হচ্ছেন সমাজের নেতা : মিলন রাজশাহীতে বিষ মিশিয়ে খাবার ছিটিয়ে শতাধিক হাঁস-মুরগী হত্যার অভিযোগ হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে কুলি শ্রমিকদের স্মারকলিপি গোদাগাড়ীতে ১৫ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার এ দেশ যদি আমাদের হয়, এটি কীভাবে পরিচালিত হবে সে মতামত দেওয়ার অধিকার আমাদের আছে – মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ‘আমাদেরই একাংশ’ চায় না নির্বাচন সুষ্ঠু হোক : পররাষ্ট্র উপদেষ্টা