চাটার্ড এ্যাকাউন্টস বাংলাদেশের শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত নির্মাণ করছে : বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি: রংপুরে ইনস্টিটিউট অফ চাটার্ড এ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) আঞ্চলিক শাখার উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ রবিবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর হাজীপাড়ায় অবস্থিত আইসিএবি অস্থায়ী ইন্সটিটিউটের ভবন উদ্বোধন করেন তিনি। এর আগে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, চাটার্ড এ্যাকাউন্টস বাংলাদেশের শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত দেখাচ্ছে। বর্তমানে বর্হিবিশ্বেও উচ্চতর দক্ষতাসম্পন্ন চার্টার্ড একাউন্ট্যান্টের প্রচুর চাহিদা রয়েছে। রংপুরে এর আঞ্চলিক শাখা হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মন্ত্রী।
অনুষ্ঠানে আইসিএবি’র প্রেসিডেন্ট শাহাদত হোসেন এফসিএ, ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া হক এফসিএ, প্রধান নির্বাহী শুভাশিষ বসু, সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ, রংপুর ট্যাক্স অধিদপ্তরে অতিরিক্ত কমিশনার মনজুর আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহয়োগী অধ্যাপক ড. আপেল মাহমুদ, বিশিষ্ট আজিজুল ইসলামসহ শিক্ষার্থী ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেয়।
আইসিএবি মূলত বাংলাদেশে পেশাজীবী হিসাববিজ্ঞানীদের জাতীয় সংস্থা। যা দেশের একমাত্র সনদপ্রাপ্ত হিসাববিজ্ঞানী উপাধি দেওয়ার অধিকার রাখে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার গুনগত মান, পেশাগত নৈতিকতা, উন্নয়ন, প্রশিক্ষন, প্রসার ও রক্ষনাবেক্ষনে দীর্ঘ পাঁচ দশক ধরে কাজ করে আসছে।
এছাড়াও ফলপ্রসূ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উচ্চতর দক্ষতাসম্পন্ন চার্টার্ড একাউন্ট্যান্ট তৈরি করছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম ছাড়াও উত্তরের রাজশাহী অঞ্চলের পর রংপুরে চতুর্থ আঞ্চলিক শাখা প্রতিষ্ঠা করলো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.