চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব একটি পরিবার, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকান্ডে পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় প্রায় দশ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (৪ ফ্রেব্রুয়ারি ) দুপুরে ১.৩০ মিনিটের দিকে চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
আসাদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জানান, তিনটি টিনশেড ঘরের মধ্যে একটিতে বয়লারের খামার ছিলো।বৈদ্যুতিক হোল্ডার ঠিক করতে গিয়ে আগুনের সুত্রপাত হয়।সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে পরলে মোট ৫ টি ঘর, ঘরে থাকা ২ টি ফ্রিজ, ৩ টি টেলিভিশন,নগদ অর্থ, আসবাবপত্র,৩০০ টি মুরগী সহ সবকিছুই পুরে ছাই হয়ে যায়। পরে আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে।
চাটমোহর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দায়িত্বপ্রাপ্ত টিম লিডার শফিকুল ইসলাম বিটিসি নিউজকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.