চাকরী হারালেন মিসবাহ

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের চাকরী হারিয়েছেন মিসবাহ উল হক। পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদে থাকা মিসবাহ কয়দিন আগে হারিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচকের পদও।
মিসবাহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অধীনে মোট ৩টি পদে দায়িত্বরত ছিলেন। স্বার্থের সংঘাত ইস্যুকে পিসিবি গুরুত্বের সাথে নেওয়ায় সাবেক এই অধিনায়ককে ২টি পদ ছাড়তে হবে তা ছিল নিশ্চিত। শেষমেশ মিসবাহর পরিচয় এখন শুধুই পাকিস্তানের কোচ।
মিসবাহর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জোহান বোথাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। সাবেক এই অলরাউন্ডার আগেও কাজ করেছেন পিএসএলে। ইসলামাবাদ ইউনাইটেডেরই ফিল্ডিং কোচ ছিলেন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.