BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাকরি স্থায়ীকরণের দাবিতে ওয়াসার অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন

চাকরি স্থায়ীকরণের দাবিতে ওয়াসার অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ওয়াসা ভবনের সামনে অস্থায়ী (মাস্টাররোল) কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় ওয়াসা কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শফিকুল আলম, সভাপতি, রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন, মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, আসলাম হোসেন সরকার, সহ-সভাপতি, আল আমিন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জনি, সাংগঠনিক সম্পাদক এ ছাড়া ওয়াসার অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত বহু কর্মচারী এতে অংশ নেন।

বক্তারা বলেন, রাজশাহী ওয়াসায় বহু কর্মচারী ১৫/২০ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও তাদের জীবনে স্থায়ীত্ব বা আর্থসামাজিক উন্নতি আসেনি। রাষ্ট্রের অন্যান্য খাতে উন্নয়ন হলেও ওয়াসার এ কর্মীরা ন্যায্য শ্রমমূল্য থেকে বঞ্চিত।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রয়োজন হলে পানি সরবরাহ বন্ধ-সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে ওয়াসা ভবনের আশপাশে একটি ছোট র‌্যালি বের করা হয়। এ সময় কর্মচারীরা স্নোগান দেন দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, চাকরি নিয়ে টালবাহানা চলবে না, চলবে না।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এর আগে গত ২৩ নভেম্বর কর্মচারী ইউনিয়ন জেলা প্রশাসকের কাছে তাদের দাবির বিষয়ে স্মারকলিপি জমা দিয়েছে। নেতৃবৃন্দ জানিয়েছেন,আগামী ৭ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় মানববন্ধন ও আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

রাজশাহী ওয়াসার অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ দাবিতে আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লিবিয়ার সেনাপ্রধান তুরস্কের রাজধানীর কাছে বিমান দুর্ঘটনায় নিহত আসামে আদিবাসীদের সঙ্গে বাঙালি-বিহারীদের সংঘর্ষে দুজন নিহত এপ্রিল থেকে নতুন মালিকানায় চলবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ইতিহাসে সবচেয়ে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তা নিহত সমুদ্র পরিবহনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-পাকিস্তান অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নয়, নিজস্ব অর্থায়নে প্রকল্পে জোর দেশে ফেরার পর প্রথম ৩ দিন যেসব কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান ‘ইন্টারনেট এক মিনিটও বন্ধ হবে না,’ টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদন সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৪ হাজার কোটি টাকা : প্রেস সচিব