চাঁপানবাবগঞ্জে আলেম ওলামাদের সাথে কমিউনিটি পুলিশের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপানবাবগঞ্জে আলেম ওলামাদের সাথে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে সদর মডেল থানার সম্মেলন কক্ষে এ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম।

এ সময় তিনি বলেন, স্বার্থান্বেষী গোষ্ঠি গুজব ছড়িয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাদের থেকে সাবধান থাকতে হবে। এটিকে পুঁজি করে একটি মহল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ফেসবুক ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তাদেরকে সনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। গুজব সৃষ্টির দায়ে ইতিমধ্যে ৩জনকে প্রেফতার করেছে পুলিশ। পুলিশ সর্বদা সজাগ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইকবাল হোছাইন, জেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমীন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবু সালেহ, শংকরবাটি হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন, সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন। এসময় জেলার বিভিন্ন স্থানের আলেমগণ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.