চাঁপাইনবাবঞ্জে শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে হামিম (৭) নামে এক শিশুকে হত্যার অভিযোগে দায়ে মোখলেছুর রহমান (৫২) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
মামলার অপর ধারায় দন্ডিতকে আরও ৩ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৩ জুন) বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। আদেশে বিচারক উল্লেখ করেন, দু’টি সাজার একটি ভোগের পর অপরটি কার্যকর হবে। শিশু হামিম গোমস্তাপুরের দাড়িপাতা গ্রামের রাজমিস্ত্রী রেজাউল করিমের ছেলে। দন্ডিত মোখলেসুর একই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম রবিবার রাতে বলেন, ২০২২ সালের ২১ ফেব্রæয়ারী সকালে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় হামিম। সে মোখলেসের দোকানে থাকা টিভির রিমোট নিয়ে খেলায় রাগে মোখলেস হামিমকে গলাটিপে খুন করে। হত্যার পর মরদেহ দিনের বেলা নিজ বাড়িতে লুকিয়ে রাখে পরে রাত হলে নিকটবর্তী একটি আমবাগানে ফেলে দেয়। পরদিন সকালে স্থানীয়রা ওই বাগানে মরদেহ দেখতে পায়।
এ ঘটনায় ওইদিন গোমস্তাপুর থানায় মামলা করেন রেজাউল। মামলার পরদিন মোখলেসকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস ২০২২ সালের ৩১মে অভিযোগপত্র জমা দেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.