চাঁপাইনবাবগঞ্জ হেল্পজোন’র প্রথম বর্ষপূর্তি উদ্যাপন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ হেল্পজোন’র প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে সংগঠনটির সদস্যরা। এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় শহরের একটি ক্লাবে বর্ষপূর্তি অনুষ্ঠান হয়।
ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ (নারী ও শিশু দমন ট্রাইবুনাল) মোঃ গোলাম ফারুক (রুমি)’র সভাপতিত্বে বর্ষপূর্তি সভায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ এম এম মাহমুদুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার সদর মোঃ রওশন আলীসহ অন্যরা।
শিবগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক জুয়েল উদ্দীন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মোঃ ফাহাদ আকিদ রেহমান, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিউজ্জামান, শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক ইকবাল হোসেন, ব্যবসায়ী আখতারুল ইসলাম রিমন।
বর্ষপুর্তি অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠনটির সদস্যদের মিলনমেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.