চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র ইয়াবা-হেরোইন-মদ ও ফেন্সিডিল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তে পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন ও মদ উদ্ধার করেছে ৫৯ বিজিবি’র সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় আজমতপুর সীমান্তের বিফুজিপাড়া এলাকা হতে মালিকবিহীন ১ হাজার ইয়াবা ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। এর নেতৃত্বে ছিলেন, আজমতপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ সাইফুর রহমান। উদ্ধারকৃত মাদকের মুল্য ৩ লক্ষ ৪ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে ব্যাটালিয়নের সহকারী পরিচাল মুহাম্মদ জামাল উদ্দীন এর নেতৃত্বে এক আভিযানিক দল তোহাখানা আমবাগান হতে মালিকবিহীন ৩’শ গ্রাম হেরোইন ও ৯ বোতল বিদেশী মদ আটক করে। যার মুল্য ৬ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা। উভয় বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায় লেঃ কর্ণেল মোঃ আমির হোসেন মোল্লা পিএসসি পৃথক অভিযানে মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.