চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র বিভিন্ন মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, ফেন্সিডিল,
ইয়াবা এবং হেরোইন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেস নোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর ১১৩০ ঘটিকায় তেলকুপি বিওপির নায়েক মোঃ হাসিমুদ্দিন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/১-এসহতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ওমরপুর হতে মালিক বিহীন ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষমহয়।
উদ্ধার কৃত গাঁজা এর আনুমানিক সিজার মূল্য-১,৭৫০/- টাকা। এছাড়া, ৭ অক্টোবর আনুমানিক ১৮৫০ঘটিকায় তেলকুপি বিওপির হাবিলদার শ্রী অনিল কুমার এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি ঈদগা আম বাগান হতে মালিক বিহীন ১১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক সিজার মূল্য-৪৭ হাজার ৬’শ টাকা।
অনদিকে, ৭ অক্টোবর আনুমানিক ১৯০০ ঘটিকায় সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার১৮৫/১২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল্লাপাড়া নামক স্থান হতে মালিক বিহীন ভারতীয় ২ বোতল ফেন্সিডিল, ৮ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিল, ইয়াবা এবং হেরোইন এর আনুমানিক সিজার মূল্য-২ লক্ষ ৩ হাজার ২’শ টাকা। এদিকে, একই রাত আনুমানিক ২০০০ ঘটিকায় তেলকুপি বিওপির নায়েব সুবেদার মোঃ আনোয়ার আলী এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার১৮০/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি ঈদগা আম বাগান নামক স্থান হতে মালিক বিহীন২৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক সিজার মূল্য-৯৮ হাজার ৪’শ টাকা। উদ্ধারকৃত সকল মাদক এর ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.