চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র হেরোইন ও কালটার উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও চকপাড়া সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন কালটার (হরমোন জাতীয় তরল ঔষধ) এবং হেরোইন উদ্ধার করেছে ৫৯ বিজিবি, রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল সোমবার দুপুর আড়াই দিকে সোনামসজিদ বিওপি’র হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাগবাড়ী গ্রামের একটি আমবাগান হতে মালিকবিহীন ভারতীয় কালটার ৫ বোতল উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা।
অপর অভিযানে চকপাড়া সীমান্তে চকপাড়া বিওপি’র নায়েব সুবেদার মোঃ রেনু মিয়ার নেতৃত্বে একটি টহল দল আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ১৮৪/৩-এস সীমান্ত পিলার হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুলপাড়া গ্রামে তল্লাসি করে মালিকবিহীন ১৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মুল্য ৩ লক্ষ ৯০ হাজার টাকা।
উভয় অভিযানে আটক কালটার ও হেরোইনের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে জানিয়ে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা পিএসসি বিটিসি নিউজকে বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে সীমান্তে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.