চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের কালুপাড়া মাঠে অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা।

গতকাল বুধবার (২০ নভেম্বর) রাত ৭টার দিকে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান খান পিএসসি’র পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, ২০ নভেম্বর আনুমানিক ১৮৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জহুরপুর বিওপির একটি টহলদল হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৬/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের কালুপাড়া মাঠে গোলাবারুদ অনুপ্রবেশ রোধে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে একজন অজ্ঞাত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করলে সাথে সাথে উক্ত ব্যক্তি তার হতে থাকা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

ফেলে দেওয়া ব্যাগ তল্লাশী করে ৯৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ হাজার টাকা। উদ্ধারকৃত বিস্ফোরকসমূহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.