চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু, মো. আবুল খায়ের, আলহাজ্ব মো. মহসীন আলী, হাবিবুর মাস্টারসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিভিন্ন কমিটির সদস্যরা। সভায় উপজেলার আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়। সভায় এসব বিষয়ে করণীয় নিয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.