চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯ মেয়রসহ কাউন্সিলরদের মনোনয়নপত্র দাখিল


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়ন উত্তোলন ও জমাদানের শেষ দিন আজ রবিবার (১০ অক্টোবর)। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণের জন্য মেয়র পদে ৯জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৩জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯৯জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান।
রবিবার বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।
এর আগে গতকাল শনিবার মেয়র পদে মনোনয়ন জমা দেন ৫জন। সব মিলিয়ে মেয়র পদে মোট ৯জন মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম।
এসময় সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল বারেকসহ বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও, এইদিনে সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, এ্যাড. ময়েজ উদ্দীন, শাহনেওয়াজ খান সিনা ও জাসদের জেলা সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মনির মনোনয়ন জমা দেন।
আজ রবিবার দুপুরে মনোনয়ন জমা দেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোখলেসুর রহমান। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা যুব মহিলালীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমাসহ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি জেলা নির্বাচন কমিশনার মোঃ মোতাওয়াক্কিল রহমানের হাতে দলীয় মনোনয়ন জমা দেন।
এদিন বিকেল ৪টায় পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন। রবিবার বিকেলে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. আব্দুল হাকিম, সাবেক ফুটবলার মোস্তাফিজুর রহমান মুকুল।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, জমাকৃত মনোনয়ন যাচাই-বাছাই হবে ১১ অক্টোবর। প্রার্থীরা আপিল করতে পারবে ১২, ১৩, ১৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি করা হবে ১৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ অক্টোবর। বহুল আলোচিত পৌর নির্বাচনের ভোট গ্রহণ হবে ২ নভেম্বর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.