চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে করোনা ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পৌর এলাকার এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার পৌর ভবনে মেয়র নজরুল ইসলামের তত্বাবধানে চাল বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে এসব চাল পরিবারের হাতে তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর ত্রাণ উপকমিটি আহব্বায়ক ও কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু, কমিটি সদস্য সচিব গোলাম ফারুক, ট্যাগ অফিসারের প্রতিনিধি ও পৌর উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে জি.আর (খাদ্যশস্য) হিসেবে এই চাল বরাদ্দ দেয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.