চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২০২০-২১ অর্থবছরে ২৩৫ কোটি ৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের ২৩৫ কোটি ৩ লক্ষ ২৭ হাজার ৫’শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভা সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

এসময় পৌর কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, মো. জিয়াউর রহমান আরমান, আফজাল হোসেন পিন্টু, পৌরসভার সচিব মো. মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব মো. সাদিকুল ইসলাম, এ্যাকাউন্টস অফিসার মো. আহসান হাবিবসহ অন্যরা। এসময় সাংবাদিকদের সামনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২০২০-২১ অর্থবছরে ২৩৫ কোটি ৩২ লক্ষ ৭ হাজার ৫’শ টাকার বাজেট এর বিভিন্ন খাত তুলে ধরেন।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ২৩৫ কোটি ৩২ লক্ষ ৭ হাজার ৫’শ টাকা। বাজেটে নিজস্ব আয় ধরা হয়েছে ২৩ কোটি ৩৮ লক্ষ ১৩ হাজার ৩৬৭ টাকা এবং উন্নয়ন আয় ২০৪ কোটি ৩৫ লক্ষ ১৫ হাজার ৮৮১ টাকা। এছাড়া অন্যান্য আয় ধরা হয়েছে, ট্যাক্স থেকে আয় ৬ কোটি ১০ লক্ষ ৬২ হাজার ১৭৮ টাকা, রেইট থেকে আয় ৩ কোটি ৪৬ লক্ষ ২৪ হাজার ৬৮৯ টাকা, ফিস থেকে আয় ৫৮ লক্ষ টাকা, দারিদ্র নিরসন কর্মপরিকল্পনা থেকে আয় ৩৮ লক্ষ ৬০ হাজার, অন্যান্য আয় ৯ কোটি ৩১লক্ষ ২৫ হাজার টাকা, সরকারী অনুদান থেকে আয় ৮ লক্ষ ২০ হাজার টাকা, পানি সরবরাহ খাত থেকে আয় ৩ কোটি ৪৫ লক্ষ ২১ হাজার ৫’শ টাকা।

উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় ১ কোটি ২০ লক্ষ টাকা, ইউজিপ-৩ প্রকল্পের আয় ১৫ কোটি ৯০ লক্ষ ১৬ হাজার ৭৩১ টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ড থেকে আয় ১ কোটি ২৪ লক্ষ ৯৯ হাজার ২৫০ টাকা, “শেখ হাসিনা” সেতু সংযোগ সড়ক ফান্ড থেকে আয় ১৮৫ কোটি টাকা, নিজস্ব খাত থেকে আয় ৬০ লক্ষ টাকা। পানি সরবরাহ খাত থেকে ৭ লক্ষ টাকা, ইউজিপ-৩ থেকে আয় ৬ কোটি ৯৮ লক্ষ ৩ হাজার ২৬৯ টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ড ৫৩ লক্ষ ১৪ হাজার ৮৮৩ টাকা।

বাজেটে ব্যয় ধরা হয়েছে-মোট নিজস্ব ব্যয় ২০ কোটি ৯৭ লক্ষ ৪৬ হাজার ৫’শ টাকা, মোট উন্নয়ন ব্যয় ২১৩ কোটি ৭৭ লক্ষ ৮১ হাজার টাকা, মোট ব্যয় ২৩৪ কোটি ৩৫ লক্ষ ২৭ হাজার ৫’শ টাকা।

অন্যান্য ব্যয় সংস্থাপন ব্যয় ১১৮ কোটি ৩ লক্ষ ৯৫ হাজার টাকা, শিক্ষা ব্যয় ১০ লক্ষ টাকা, স্বাস্থ্য খাতে ব্যয় ৭৬ লক্ষ ৫ হাজার টাকা, বর্জ্য সংগ্রহ, অপসারন এবং ব্যবস্থাপনা ব্যয় ১ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার টাকা, ড্রেন ও নালা পরিস্কারকরণ ব্যয় ৪ লক্ষ ৫০ হাজার টাকা, কর আদায় খরচ ৩ লক্ষ টাকা, বৃক্ষ রোপন ও রক্ষাবেক্ষন ব্যয় ১ লক্ষ টাকা, দারিদ্র নিরসন কর্মপরিকল্পনা ব্যয় ৬৮ লক্ষ টাকা, অন্যান্য খরচ ৩ কোটি ২৬ লক্ষ ৬৫ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ব্যয় ৩ কোটি ২৪ লক্ষ ২১ হাজার ৫’শ টাকা, নিজস্ব খাত হতে রাজস্ব, উদ্বৃত্ত, উন্নয়ন হিসেবে ব্যয় ২ কোটি ৫৯ লক্ষ ৬৬ হাজার ৮৬৭ টাকা, পানি সরবরাহ খাত হতে রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসেবে ব্যয় ২০ লক্ষ টাকা, উন্নয়ন হিসাব এডিপি খাতে ব্যয় ১ কোটি ২০ লক্ষ টাকা, ইউজিপ-৩ প্রকল্পে ব্যয় ২২ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ড ব্যয় ২ কোটি ৭৮ লক্ষ ১৪ হাজার ১৩৩ টাকা, “শেখ হাসিনা” সেতু সংযোগ সড়ক ফান্ড ব্যয় ১৮৫ কোটি টাকা, মোট উন্নয়ন ব্যয় ২১৩ কোটি ৭৭ লক্ষ ৮১ হাজার টাকা, মোট ব্যয় ২৩৪ কোটি ৩৫ লক্ষ ২৭ হাজার ৫’শ টাকা। নিজস্ব খাতে ব্যয় ৬০ লক্ষ টাকা, পানি সরবরাহ খাতে ব্যয় ৮ লক্ষ টাকা। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে একই স্থানে পৌরসভার সংশোধিত বাজেট সভা হয়। এসময় প্যানেল মেয়র-১ মো. সাইদুর রহমান, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, পৌরসভার কাউন্সিলরগণ ও পৌরসভার বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.