চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নগদ অর্থ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনা প্রভাবে কর্মহীন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪০০জন গরীব অসহায় মানুষের মাঝে এ নগদ অর্থ সহায়তা হিসেবে ৫০০ টাকা করে দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (০৮ জুন) সকালে পৌরসভা চত্বরে এসব নগদ অর্থ সহায়তা তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, নগদ অর্থ সহায়তা কমিটির আহবায়ক কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল ইসলাম নিখিল, প্রশাসনিক কর্মকর্তা নুরে আলম, উপজেলা কৃষি সহকারী (ট্যাগ অফিসার) আব্দুল মতিন, সহকারী হিসাব রক্ষক আব্দুর রাকিব, ক্যাশিয়ার আব্দুল বাসির, সমন্বয়কারী মোঃ ফারুক আহমেদ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানান,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে  কোভিড ১৯ এর কারণে কর্মহীন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে  ৪০০ জনকে নগদ ৫০০টাকা করে ২ লাখ টাকা দেয়া হল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.