চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে সরকারী সহায়তার চাল করোনা প্রভাবে কর্মহীন ও অসহায় নারী পুরুষের মাঝে বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে পৌরসভা চত্বরে অসহায় নারী-পুরুষের হাতে চাল বিতরণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ইউনিয়নের ৩ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

এছাড়া পৌরসভা চত্বরে আজ শনিবার সকালে দরিদ্র অসহায় নারী-পুরুষের হাতে চাল তুলে দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার কাউন্সিলর আব্দুল বারেক, জিয়াউর রহমান আরমান, এনামুল হক, ট্যাগ অফিসার মো. আমানুল্লাহসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া চাল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা আল কামাল ইব্রাহিম রতন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মুঃ ওয়াহিদুজ্জামান অহিদ, সাবেক ছাত্রনেতা রবিউল আলম রুবেল ভাই, সাবেক ছাত্রনেতা অভিষেক সাহা নিলম, আওয়ামীলীগ নেতা শাহিন আলী, সেচ্ছাসেবকলীগের সওদাগর আলী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুজ্জামান আশিক, ছাত্রনেতা বাপ্পিসহ অন্যরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.