চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সভা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সভা হয়েছে। শনিবার সকালে জেলা শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের ৪র্থ তলায় নিজস্ব ভবনে এই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সভাপতি ও দেবিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ।
বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবির।
উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সহ-সভাপতি ও চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সহ-সম্পাদক ও ফুলকুড়ি ইসলামিক একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আল মামুনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় শিক্ষা জাতীয়করণ আন্দোলকে বেগবান করা জন্য সকল কর্মসূচীকে সমর্থন জানান এবং কর্মসূচীতে অংশ গ্রহণের জন্য সকলে একমত পোষন করেন।
আগামীকাল রবিবার (২৩ জুলাই) থেকে গ্রীষ্মকালিন ছুটি বাতিল হওয়ায় প্রতিষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.