চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্সিং একাডেমীর উদ্যোগে মাক্স বিতরন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: করোনা সংক্রমন রোধে সাধারণ মানুষকে সচেতন ও মাক্স পরা নিশ্চিত করার লক্ষে পথচারী, রিক্সাচালক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্সিং একাডেমীর উদ্যোগে শহরের বঙ্গবন্ধু চত্বরে জেলায় সপ্তাহে ৩দিন মাক্স বিতরণ কাজের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা বক্সিং একাডেমীর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম।

এই উপলক্ষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বক্সিং একাডেমীর উপদেষ্টা এ্যাড. মিজানুর রহমান, জেলা বক্সিং একাডেমীর সহ-সভাপতি গোলাম জীবন কাদের বিশ্বাস ডিউক, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, নির্বাহী সদস্য এম কোরাইশি মিলু, জেলা বক্সিং একাডেমীর সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দ, মো. সাজিদ হাসান, ইউসুফ আলী, মো. নাঈম, কাইমা খাতুন, হানিফা খাতুন, সুমা আক্তারাসহ শতাধিক বক্সিং একাডেমীর শিক্ষার্থীরা কর্মসূচীতে অংশ নেয়।

আজ বৃহস্পতিবার শহরের বিভিন্ন মার্কেটসহ সাধারণ মানুষের মাঝে ৬’শ মাক্স বিতরণ করা হয়। জেলা বক্সিং একাডেমীর একাডেমীর উদ্যোগে করোনা প্রভাব থাকাকালিন জেলা বক্সিং একাডেমীর সভাপতি ও জেলার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব এর নির্দেশনায় জেলায় মাক্স বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা বক্সিং একাডেমীর সাধারন সম্পাদক রাজু আহমেদ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.