চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের মিলন মেলা ও প্রশিক্ষন কর্মশালা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান, সচিব, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের মিলন মেলা ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রবিবার শিবগঞ্জ উপজেলার কানসাট রাজার বাগানে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে দিনব্যাপী এ কর্মশালা হয়।
জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল, রহনপুর ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) অধিনায়ক মোঃ আমির হোসেন মোল্লা, জেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশরাফুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুল মাতিন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধা, উপ-পরিচালক স্থানীয় সরকার আহমেদ মাহবুব উল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন দাসসহ অন্যরা।
উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেনসহ জেলার সকল পৌর ও ইউনিয়নের নির্বাচিত কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, চেয়ারম্যান, সদস্য-মহিলা সদস্যগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
প্রশিক্ষণে নির্বাচিত সকল প্রতিনিধির উদ্দেশ্যে নিজ নিজ এলাকায় সরকারি ভাতা প্রদানে স্বচ্ছতা, প্রকৃত ভুমিহীন ও গৃহহীন তালিকা প্রণয়নে সহযোগিতা, জঙ্গী, মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভুমিকা পালনের আহবান জানানো হয়। দেশের উন্নয়নে শামিল হবার আহবান জানিয়ে প্রশিক্ষনের সভাপতি জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ তার বক্তব্যে হুশিয়ারী উচ্চারন করে বলেন, অনিয়ম-দুর্নীতি করলে কোন জনপ্রতিনিধিকেই ছাড় দেয়া হবেনা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.