চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নেতৃবৃন্দের সাথে সুইস রাষ্ট্রদূতের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেনে হলেনস্টেইন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

আজ সোমবার সকালে জেলা শহরের পুরাতন বাজারস্থ চেম্বার ভবনে সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি। “চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন” বিষয়ক মতবিনিময় সভায় সভাপত্বি করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক চাঁপাই দর্পণ’র প্রধান উপদেষ্টা মো. এরফান আলী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, প্রোগ্রাম ম্যানেজার মি. সোহেল ইবনে আলী, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু। উপস্থিত ছিলেন সুইস কনটাক্ট এরিয়া পরিচালক মো. রুখেনউদ্দিন আহমেদ, সুইস এ্যামবাসির কর্মকর্তা মি. ফারজানা আমিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এফকে এম লুৎফর রহমান ফিরোজ, বাংলাদেশে নিযুক্ত সুইজাইল্যান্ড রাষ্ট্রদূতের কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চেম্বার সচিব বঙ্কিম চন্দ্র দাসসহ চেম্বারের পরিচালকগণ ও সদস্যরা।

সভায় সুইস রাষ্ট্রদূতকে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বিভিন্ন অর্থনৈতিক সম্ভাবনা, সমস্যার কথা তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি ও এরফান গ্রুপের চেয়ারম্যান মো. এরফান আলী। এছাড়াও রাষ্ট্রদূত মি. রেনে হলেনস্টেইন এর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

আগামীতে জেলার অর্থনৈতিক উন্নয়নে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি মো. এরফান আলী বলেন, জেলায় অর্থনৈতিক ব্যবস্থাপনায় অটো রাইস মিলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও মৌসুমের সময় আম এ জেলার অর্থনীতিকে আরো বেশি চাঙ্গা করে তুলে। এমনকি রেশম, কাঁসাসহ জেলার বেশ কিছু ঐতিহ্যবাহী ব্যবসায়  চাঁপাই নবাবগঞ্জের অর্থনীতিকে আরো বেশি সমৃদ্ধ করছে বলেও জানান তিনি।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেনে হলেনস্টেইন চাঁপাইনবাবগঞ্জে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং চাঁপাইনবাবগঞ্জের কাঁসা, রেশম, নকশি কাঁথা রপ্তানীতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.