চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে জজশীপের উদ্যোগে বৃক্ষরোপণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে জজশীপ এর উদ্যোগে আদালত চত্বরে বৃক্ষরোপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এই বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী। পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল আদালত চত্বরের অবশিষ্ট ও ফাঁকা স্থানে প্রয়োজনীয় সংখ্যক গাছের চারা লাগানো হবে বলে জানিছেন আদালত সুত্র।

এসময় উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হোসেন ও মো. এরশাদ আলী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান সরকার, সহকারী জজ নিশিথ রঞ্জন বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ইসমত আরা টুসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. গোলাম কবির-১, সাধারণ সম্পাদক এ্যাড. মো. আকরাম আলী, অ্যাড. আলহাজ্ব নাজমুল আজম, জজশীপ এর প্রশাসনিক কর্মকর্তা ভবেষ চন্দ্র পালসহ অন্যান্য বিচারকগণ ও জজশীপের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.