চাঁপাইনবাবগঞ্জে ৮ করোনা রোগী হাসপাতালে ভর্তি : মোট আক্রান্ত ৭০


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ২জন করোনা পজেটিভ রোগী এবং ৬ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের করোনা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিষয়টি আজ শনিবার দুপুরে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৪ জনসহ জেলায় নতুন করে মোট ৭০জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এই পর্যন্ত জেলায় মোট ৯০০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।
আজ শনিবার দুপুরে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ৪ দিন ধরে জেলা হাসপাতালে করোনা ওয়ার্ডে ৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ২জন করোনা পজেটিভ রোগী এবং ৬ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।
এদিকে রাজশাহী’র পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ৮৯ জনের প্রতিবেদনের মধ্যে ২৪ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে।
আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় গতকাল শুক্রবার সকাল থেকে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ৯০০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৮১০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ১৪ জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.