চাঁপাইনবাবগঞ্জে ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ পুলিশের আনন্দ সমাবেশ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা।
আজ রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা চত্বরে এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি টি.এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার)।
প্রধান অতিথি বেলুন উড়িয়ে ও কেক কেটে সকলের সাথে আনন্দ উদযাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান পিপিএম ও ফজলে-ই-খুদা, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন, ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দীন সরদার, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বিশ্বাস বাবুসহ সদর উপজেলার ইউনিয়নসমুহের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারগণ, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও বিভিন্ন পেশাজীবী সুধীবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.