চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র হেরোইন উদ্ধার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ডিএমসি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় হেরোইন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা।
৪ নভেম্বর আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযানে ১০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৪ নভেম্বর আনুমানিক সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ডিএমসি বিওপির একটি চৌকস টহলদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪১/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষারিয়াদহ ইউনিয়নের ডিএমসি গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়।
৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক জানান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অন্যান্য মালামালসহ মাদক চোরাচালান দমনে বদ্ধপরিকর।
এছাড়া ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.