চাঁপাইনবাবগঞ্জে ৫টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ৫টি প্রকল্পসহ মোট ১৭টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন করা প্রকল্পগুলো হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ভোলাহাট উপজেলা ফায়ার স্টেশন, পদ্মা নদীর ভাঙ্গন রোধে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি এলাকা রক্ষা প্রকল্প (২য়), “জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার-৩য় পর্যায়) (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় ২৪টি ইউনিয়ন পরিষদে ইন্টারনেট সংযোগ প্রদানসহ অন্যান্য প্রকল্প।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলো উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের (শিবগঞ্জ) সংসদ সদস্য গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামান, পিপি এ্যাড. জবদুল হকসহ বীরমুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের বিভিন্নস্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা। শেষে অতিথিবৃন্দের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.