চাঁপাইনবাবগঞ্জে ৪দিন ব্যাপী আয়কর মেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ সার্কেল-১৫ এর আয়োজনে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে নবাবগঞ্জ সরকারী কলেজ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. এরফান আলী, কলেজের অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুন্ডু, উপ-কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) কর অঞ্চল রাজশাহী আবু নসর মো. মাহবুবুজ্জামান, সহকারী কর কমিশনার সার্কেল-১৫ চাঁপাইনবাবগঞ্জ মো. সাদিদুল ইসলাম।

মেলায় সরকারী-বেসরকারী ব্যাংকের স্টল রয়েছে। এসময় কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাড. এফ কে এম লুৎফর রহমান ফিরোজসহ স্থানীয় ব্যবসায়ী, করদাতাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেলায় চাঁপাইনবাবগঞ্জ সাকেল-১৫ এর প্রধান সহকারী মো. আকতারুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা দিনভর সেবা গ্রহিতাদের সহযোগিতা করেন।

আয়কর মেলার প্রথম দিনে কর আদায় হয় ২১ লক্ষ ৫৬ হাজার ৪২১ টাকা। সেবা গ্রহণকারী ৯৪৬ জন, রিটার্ন দাখিল করেন ৪৩৩জন এবং নতুন টিআইএন গ্রহিতা ৩৮জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.