চাঁপাইনবাবগঞ্জে ৪টি স্বর্ণের বারসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ৪টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে চেকপোস্ট এলাকায় তল্লাশি চালায় বিজিবি।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে ভারতগামী এক বাংলাদেশি নাগরিক মাসুম মাদবরের শরীর তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। মাসুম শরিয়তপুর জেলার শৌলপাড়া সারেঙ্গা গ্রামের আজিজুল হক মাদবরের ছেলে।
এ সময় তার পায়ুপথে অভিনব কায়দায় বহনকৃত ২৪ ক্যারেটের দুইটি স্বর্ণের বার পাওয়া যায়। 
পরবর্তীতে পায়ুপথের ভেতরে আরো স্বর্ণের বার আছে সন্দেহ হলে তাকে শিবগঞ্জ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আলট্রাসনোগ্রাফি করে তার ভেতর থেকে আরো ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৪৬৭ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৫ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
রহনপুর ৫৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.