চাঁপাইনবাবগঞ্জে ৩ ডেঙ্গু রোগী সনাক্ত ॥ জীবানুবাহীরা ঢাকা ফেরত ॥ আতঙ্কিত না হওয়ার পরামর্শ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জে ৩জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। তবে ডেঙ্গু জীবানুবাহীরা সকলেই ঢাকা থেকে ফেরত আসা। চাঁপাইনবাবগঞ্জে বসবাসরত কেউ এখনও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়নি, তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ রোগী বর্তমানে আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডেঙ্গু সনাক্ত রোগীরা হচ্ছে, সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের ধোলারীহাট গ্রামের শরিফুল ইসলাম, কালিনগর গ্রামের শাহিন আলী ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগানের মো. শাহিন।

আজ শনিবার বিকেলে ৩ রোগী সনাক্তের বিষয়টি সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিটিসি নিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোগীরা সবাই ঢাকা ফেরত। চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া যায় নি। তাই আতঙ্কিত হওয়ার কিছুই নেয়। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, স্বাভাবিকভাবেই তাদের চিকিৎসা চলছে।

বর্তমানে রোগীদের অবস্থা স্থিতিশীল। ২৪ ঘন্টা পর্যবেক্ষণের পর পরবর্তী অবস্থার কথা বলা যাবে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরো জানান, রোগীদের সকলেই ঢাকাতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলো।

ঢাকা, চট্রগ্রামসহ দেশের অন্যান্য স্থানে এটি অনেক ভয়াবহ আকার ধারণ করলেও চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি, তাই জেলার মানুষদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.