চাঁপাইনবাবগঞ্জে ৩৪ হাজার বুস্টার ডোজ টিকা প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কোরনা ভাইরাসের প্রতিরোধক টিকার বুস্টার ডোজ দেয়া হয়েছে এখন পর্যন্ত ৩৪ হাজার ৫৭৬ জনকে। প্রথম ডোজ নিয়েছেন ১৩ লাখ ৯ হাজার ১১৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ লাখ ৪০ হাজার ১৩১ জন। বুধবার দুপুরে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন মাহমুদুর রশিদ জানান, গত ২৪ ঘন্টায় ৩৯ জনের করোনার নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩ জন। ওই পাঁচ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বাসিন্দা। গত দিনে কোভিড ওয়ার্ডে রোগী ভর্তি হয়েছেন ২৬ জন আর ছাড় পেয়েছেন ২৪ জন।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে ৪১ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৭৬৬ জন করোনায় আক্রান্ত হয়। মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৯৪ জন করোনা রোগী।
বর্তমানে জেলায় ১১ জন করোনা রোগী আছেন। তারা সবাই নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। তার মধ্যেই ১০৮ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.