চাঁপাইনবাবগঞ্জে ৩টি অটোবাইক উদ্ধার -পুলিশের হাতে আন্ত:জেলা চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে চুরি যাওয়া ৩টি অটোবাইক উদ্ধারসহ ১০ জন চোরকে করেছে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতরা নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হতে অটো চুরি করে বিক্রয় করে থাকে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম’র নির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে আন্ত:জেলা অটোচোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর জাব্বার বিশ্বাসের টোলার মাঃ ইদু আলীর ছেলে মোঃ শিমুল রাজু (২১), চানশিকারী খাসেরহাট গ্রামের মোঃ মুকুলের ছেলে মোঃ দুলাল (২২), ভবানীপুর (শ্যামপুর) গ্রামের মোঃ সেতাবুর রহমানের ছেলে মোঃ রুবেল (২০), একবরপুর ডাক্তার পাড়ার মোঃ আঃ বারীর ছেলে মোঃ সেলিম রেজা (৩৫), আইড়ামাড়ী বিনোদপুর গ্রামের মোঃ মন্টুর ছেলে মোঃ রানা (২২), মনাকষা টোকনার মোঃ আফসার হোসেনের ছেলে মোঃ নাসির উদ্দিন (২২), একই গ্রামের মোঃ আস্তার আলীর ছেলে মোঃ শামীম রেজা (২২), রাজশাহী বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনীর মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ ওমর ফারুক (৩০), মৃত বাতু শেখের ছেলে মোঃ লিটন (২৬) ও মোঃ লালচানের ছেলে মোঃ রাজু (২০)। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.