চাঁপাইনবাবগঞ্জে ২ দিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শিশু ও নারী উন্নয়নে জনসচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা তথ্য অফিসের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশুদের নির্মল বিনোদনের লক্ষে এ মেলার আয়োজন করা হয়।

এ উপলক্ষে আজ শনিবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার তাজকেরাতুন স্বরূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএমসহ অন্যান্যরা। র‌্যালী শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকতা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেশুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. তৌফিকুল ইসলাম, সদর থানার এসআই আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মৌদুদ আলম খাঁ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাইজার রহমান মানি। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ২ দিন ব্যাপী মেলায় সরকারি-বেসরকারি ও উন্নয়ন সংস্থার স্টলে শিশুতোষ বইসহ বিভিন্ন উপকরণ প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুদিনের এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিশু ও নারীর উন্নয়নমূলক বিভিন্ন ছায়াছবি প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা শিশু, ভবিষ্যতে তোমরা শিশু থাকবেনা। তাই তোমাদের প্রতিভাকে নিজেকে কাজে লাগাতে হবে। আমাদের শিশুরা সৎ কথা বলুক, সৎভাবে বেঁচে থাকুক, সৎ চিন্তায়, সৎ মানসিকতায় বেড়ে উঠুক এটাই হোক আজকের প্রত্যাশা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.