চাঁপাইনবাবগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করনীয় শীর্ষক মতবিনিময় সভা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশিফ আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ, সিভিল সার্জন মাহমুদুর রশিদ।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করনীয় বিষয় তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান। এসময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, জেল সুপার মজিবুর রহমান মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আসমা খাতুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সাহিদা আকতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলমসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.