বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে এই স্মারকলিপি দেয়া হয়। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদানের সময় জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুবিনা আনিস ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সামিউল হকসহ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও রহনপুর এ.বি. সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাগণের ৫ দফা দাবিসমূহ হলো-স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষক এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ (চার) স্তরীয় একাডেমিক পদোন্নয়ন বাস্তবায়ন, অনতিবিলম্বে আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্য্যালয়ের স্বাস্থ্য ও মর্যাদা রক্ষা, আপিল বিভাগের রায়ের আলোকে দ্রুত বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরী আদেশ প্রদান, এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি প্রদান ও পদায়ন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.