চাঁপাইনবাবগঞ্জে সনাকের উদ্যোগে প্যাকটা প্রকল্পের অবহিতকরণ সভা


বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র আওতাধীন সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে পার্টিসিপেটরী অ্যাকশন অ্যাগেইনেস্ট করাপসন-টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি সেলিনা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য এ্যাড. সাইফুল ইসলাম রেজা। সনাকের সহ-সভাপতি সদস্য গোলাম ফারুক মিঠুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুর রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমানসহ অন্যরা। প্যাকটা প্রকল্প বিষয়ে ধারণা প্রদান করেন রংপুর ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই কমল কৃষ্ণ সাহা।
সভায় সনাক সহ-সভাপতি গৌরি চন্দ সিতু, ডাঃ আব্দুল মাতিন, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা সমাজ সেবা অফিসার উম্মে কুলসুম, টিআইবি’র চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা, সনাক ও ইয়েস সদস্য, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং টিআইবি’র এলাকা সমন্বয়কারী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।
সভায় আরো জানানো হয় প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, পরিবেশ, নির্মাণ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচিসমূহ প্রকল্প কার্যক্রমের আওতাভুক্ত থাকবে। ৪৫টি স্থানে এই প্রকল্পে বাজেট ২২৪ কোটি ৫৬ লক্ষ ৪০ হাজার টাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.