চাঁপাইনবাবগঞ্জে শিশুদের টিফিনের বাঁচানো টাকায় সেমাই ও চিনি বিতরণ

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিশুদের টিফিনের বাঁচানো টাকায় এলাকার দুঃস্থদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেছে জোসনারা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলা হাটে অবস্থিত জোসনারা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব মো. মোখলেসুর রহমান, বিদ্যালয় পরিচালক মো. রবিউল আওয়াল, অধ্যক্ষ মোহা. শাহজাহান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ শিক্ষকগণ।

এ সময় ৪২ জন দুঃস্থকে ঈদ সামগ্রী হিসেবে একটি প্যাকেটে ১ কেজি চিনি, ২টি সেমাই, ১ প্যাকেট বুদিয়া, ২ প্যাকেট পাপড়, ১ প্যাকেট গুড়া দুধ ও ১ প্যাকেট মসলা দেয়া হয়। বিতরণ করা প্রতিটি প্যাকেটে খরচ হয়েছে প্রায় ১’শ ৫০ টাকা। উল্লেখ্য, জোসনারা প্রি-ক্যাডেট স্কুলের শিশু শিক্ষার্থীরা বছর ধরে মাটির ব্যাংকে টাকা জমা করে। সেই বাঁচানো টিফিনের টাকা দিয়ে এবং স্কুলের শিক্ষকদের সহযোগিতায় গত ৫ বছর থেকে ধারাবাহিকভাবে এই ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.