চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন সাংস্কৃতিক কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক, দুঃস্থ শিল্পীদের বাৎসরিক ভাতার চেক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুদানের এসব চেক বিতরণ করা হয়। জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সালের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম।
জেলার সাংস্কৃতিক কর্মী ও কলেজ শিক্ষক মোঃ গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে ১০০ জন সংস্কৃতি কর্মীকে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদানের চেক দেয়া হয়।
৬৫ জন দুঃস্থ শিল্পীকে বাৎসরিক অনুদানের চেক এবং জেলার ৯টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ জাকিউল ইসলাম, করোনাকালীন সময়ে দুঃস্থ ও কর্মহীন সংস্কৃতি কর্মীদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সে সাথে তিনি করোনাকালে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.