চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাবিদ মার্জিনা হক স্মরণে সভা ও দোয়া


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সদ্য প্রয়াত চাঁপাইনবাবগঞ্জের শিক্ষাবিদ মার্জিনা হক স্মরণে সভা ও দোয়া মাহফিল হয়েছে।

আজ শুক্রবার বিকেলে শহরের কল্যানী মহিলা সংসদ মিলনায়তনে স্মরণ সভায় অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অব. অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা প্রশাসনের এনডিসি মোসা. খাদিজা বেগম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা কবিতা চন্দ, শিক্ষাবিদ মার্জিনা হকের ছোট বোন কল্যানী সংসদের সদস্য ফাউজিয়া আলম, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের সম্পাদিকা গৌরি চন্দ সিতু।

বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেল শাখা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও কল্যানী মহিলা সংসদের যৌথ উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপী, গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের সদস্য, স্কাউট সদস্য, অভিভাবক ও বিভিন্ন সংগঠনের নারী প্রতিনিধিরা। বক্তারা শিক্ষাবিদ মার্জিনা হক এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আদর্শ অনুসরণ করার আহবান জানান।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক শিক্ষাবিদ মার্জিনা হক গত শুক্রবার (২২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রফেসরপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। শিক্ষাবিদ মরহুম মার্জিনা হক প্রফেসর অব. এনামুল হকের স্ত্রী। শহরের মৃধাপাড়া গোরস্থানে মরহুমাকে দাফন করা হয়।

শিক্ষাবিদ মার্জিনা হক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক পদ থেকে চাকুরীতে অবসর গ্রহণ করেন। তিনি শিক্ষাসহ বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন।

শিক্ষাবিদ মার্জিনা হক গার্ল গাইডস্ এর জেলা কমিশনার, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উপদেষ্টাসহ বিভিন্ন সামজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.