চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উদযাপনে আইনশৃংখলা বিষয়ক সভা


চাঁপাইনবাবঞ্জ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতোয়ার রহমান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধেন চন্দ্র বর্মণ, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, বাইশ পুতুল মন্দিরের সভাপতি প্রণব কুমার পাল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ রায়, গৌরি চন্দ সিতুসহ অন্যরা।
সভায় জানানো হয়, জেলায় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তায় আইনশৃংখলাবাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে পুলিশ, র‌্যাব ও বিজিবি বিশেষ টহলে থাকবে। সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান। এবার জেলার ৫টি উপজেলায় ১৪৩টি মন্ডপে শারদীয় দূর্গাপূজার প্রতিমা শোভা পাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.