চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম-উদ-দৌলা চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফানসহ অন্যরা।

সদর উপজেলা চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, সাপ্তাহিক সোনামসজিদ এর সম্পাদক মোহা. জোনাব আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার, জেলা তথ্য অফিসার মো. ওয়াহেদুজ্জামান, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. শহীদুল ইসলাম, গৌরি চন্দ সিতু, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, এ্যাড. আব্দুস সামাদসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, র‌্যাব, বিজিবি প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আগামী ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে কেন্দ্রীয়ভাবে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেলা প্রশাসনের রাস্তাসহ শহরের বিভিন্ন মোড়ে আল্পনা আঁকাসহ দিবসটি যথাযথভাবে উদযাপনে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দিবসটি যথাযথভাবে পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.