চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ৬৭ হাজার টাকাসহ ১৩ জুয়াড়ী আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সমাজ থেকে অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধের অংশ হিসেবে জুয়া খেলার গোপন সংবাদে অভিযান চালিয়ে ৬৬ হাজার ৯’শ ৭০ টাকাসহ ১৩ জুয়াড়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের উপর ধুমি হায়াতপুর গ্রামে চালানো এই অভিযানে জুয়া খেলা অবস্থায় এদের আটক করা হয়।
র‌্যাবের এক প্রেসনোটে আজ শুক্রবার সকালে জানানো হয়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রানীহাটি ইউনিয়নের উপর ধুমি হায়াতপুর গ্রামের মৃত নাইমুল হক এর ছেলে মোঃ আবুল কাশেমের বাড়িতে জুয়া খেলার অপরাধে ১৩ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, একই এলাকার মোঃ রবু বিশ্বাসের ছেলে মোঃ জমির বিশ্বাস (৪৩), মৃত বাহার আলী মন্ডলের ছেলে মোঃ জাক্কার (৪০), মৃত শুকুর উদ্দিনের ছেলে মোঃ এলাম (৩০), মৃত নাইমুল হকের ছেলে মোঃ আবুল কাশেম (৩৫), রামচন্দ্রপুর হাট ডাল পাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ জামাল (৫৫), কৃষ্ণগোবিন্দপুর কাইটাপাড়ার মোঃ এনামুল হকের ছেলে মোঃ মনিরুল (৪০), চক আলমপুরের মোঃ এনামুল হকের ছেলে মোঃ বাবু আলী (৩৪), মৃত গোলাম কবিরের ছেলে মোঃ নবিন (৩৮), পালোয়ান পাড়ার মৃত আঃ রশিদের ছেলে মোঃ আজিজুল (৩৬), মৃত আহসানের ছেলে মোঃ আবু জার (৪২), ধুমি হায়াতপুরের মৃত শাহজামানের ছেলে মোঃ মাসির (৭০), মৃত আফতাবের ছেলে মোঃ ফয়েজ (৫০), শিবগঞ্জ উপজেলার হরিনগরের মৃত মইজউদ্দিনের ছেলে মোঃ হান্নান (৫২)।
এসময় ২টি সাদা প্লাষ্টিকের চট, পুরাতন প্লেয়িং কার্ড-১ (এক) সেট, টর্চ লাইট-৫)টি, গ্যাস লাইট-৮টি, সিগারেটের প্যাকেট, নগদ-৬৬, ৯৭০/- টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.