চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে আটক ১৮ জন মাদকসেবীর সাজা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে চালানো অভিযানে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে আটক মোট ১৮জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।

র‌্যাবের এক প্রেসনোটে গতকাল রবিবার গভীর রাতে জানানো হয়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ আশরাফুল হক, মোঃ সাইফুল ইসলাম, মংচিংনু বারমার যৌথ নেতৃত্বে অভিযানে গতকাল (২৭ অক্টোবর) রবিবার বেলা আনুমানিক ১১:০০ ঘটিকা হতে ১৭:০০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আশপাশ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮সালের ৪২(১) ধারায় মোট ১৮মাদকসেবী মোঃ সাহেব আলী (২৫), মোঃ নাসিম (৪৭), মোঃ আব্দুস সালাম @ঝুমুর (৪৭), মোঃ আব্দুল করিম (৪০), মোঃ জামিরুল (২৮), মোঃ আলমগীর (২১), মোঃ রাকিব (৩৫), মোঃ সিয়াম (২২), মোঃ সাদ্দাম আলী (২৬), নিমাই (২৫), মোঃ সোহাগ আলী (২৫), মোঃ ফয়সাল আলী (৩২), শ্রী রাখাল চন্দ্র রবিদাস (৫০), মোহাম্মদ আলী (৩৩), মোঃ ওমর সিদ্দিকি (২৪), বিরেন মাহালী (৪৫), শ্রী রবিদাস (৪৮), মোঃ তানিম আলী (২২) হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতে আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য সরঞ্জামাদি ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.