চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ সেনাউল মেম্বার আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ শাহবাজপুর ইউনিয়নের সাবেক মেম্বার সেনাউল ইসলামকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আজ শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ-বালিয়াদিঘী গ্রামে মৃত আলীম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোর রাত পৌনে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে সোনামসজিদ বালিয়াদিঘী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মো. সেনাউল ইসলাম মেম্বার (৪৪) কে ৭.৬৫ মি.মি বিদেশী ১টি পিস্তল (মেইড ইন ইউ.এস.এ), ১টি ম্যাগাজিন, (৩) ৪ রাউন্ড গুলি, ১টি শুটার গান, ৩ রাউ শুটার গানের গুলি, ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ডসহ হাতেনাতে করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত সেনাউল মেম্বার বিভিন্ন অপক্রমের সাথে জড়িত রয়েছে। তার নেতৃত্বে সোনামসজিদ স্থলবন্দরের বিভিন্ন অরাজকতা সৃষ্টি হতো। সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের তৎকালিন কোষাধ্যক্ষ ও যুবলীগ নেতা মনিরুল হত্যার মামলায় গ্রেফতারও হয়েছিল বলেও স্থানীয়রা জানান।
এদিকে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শিকদার মো. মশিউর রহমান জানান, সেনাউল মেম্বারের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.